ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে অনলাইন জুয়ার টাকার জন্য পিতামাতাকে হত্যা, ঘাতক ছেলে রাজু আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

 

 

ময়মনসিংহের ত্রিশালে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে টাকার লোভে নিজের মা-বাবাকে হত্যা করেছে রিয়াজ হোসেন রাজু (২৮) নামে এক যুবক। বুধবার (৮ অক্টোবর) উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী (৬২) ও বানু আরা বেগম (৫৫) ছিলেন রাজুর বাবা-মা। কিছুদিন আগে ব্যবসার জন্য কয়েক লাখ টাকা দিলেও রাজু অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে এবং টাকার জন্য তাদের ওপর নির্যাতন চালাত। সম্প্রতি টাকার চাপে এক কাঠা জমিও তার নামে লিখে দেন বাবা, তবু রাজুর লোভ থামেনি।

 

বুধবার সকালে মাকে শ্বাসরোধে হত্যা করে রাজু; রাতে বাড়ি ফেরার পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বাবাকেও। পরে ঘরের বিছানার পাশে মেঝেতে মাটি চাপা দেয় দুজনের মরদেহ।

 

বৃহস্পতিবার সকালে মেয়েরা বাড়িতে এসে রক্ত দেখতে পেয়ে সন্দেহ করলে রাজু স্বীকার করে, “মেরে ফেলেছি তাদের।” তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

 

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ বলেন, “অভিযুক্ত রাজু হত্যার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

স্থানীয়দের ভাষায়, রাজুর অনলাইন জুয়ায় আসক্তিই এই ভয়াবহ হত্যার মূল কারণ। মাসখানেক আগে নির্যাতন সইতে না পেরে রাজুর স্ত্রী এক মাসের শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছরের জেল

ত্রিশালে অনলাইন জুয়ার টাকার জন্য পিতামাতাকে হত্যা, ঘাতক ছেলে রাজু আটক

আপডেট সময় ১০:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

 

 

ময়মনসিংহের ত্রিশালে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে টাকার লোভে নিজের মা-বাবাকে হত্যা করেছে রিয়াজ হোসেন রাজু (২৮) নামে এক যুবক। বুধবার (৮ অক্টোবর) উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী (৬২) ও বানু আরা বেগম (৫৫) ছিলেন রাজুর বাবা-মা। কিছুদিন আগে ব্যবসার জন্য কয়েক লাখ টাকা দিলেও রাজু অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে এবং টাকার জন্য তাদের ওপর নির্যাতন চালাত। সম্প্রতি টাকার চাপে এক কাঠা জমিও তার নামে লিখে দেন বাবা, তবু রাজুর লোভ থামেনি।

 

বুধবার সকালে মাকে শ্বাসরোধে হত্যা করে রাজু; রাতে বাড়ি ফেরার পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বাবাকেও। পরে ঘরের বিছানার পাশে মেঝেতে মাটি চাপা দেয় দুজনের মরদেহ।

 

বৃহস্পতিবার সকালে মেয়েরা বাড়িতে এসে রক্ত দেখতে পেয়ে সন্দেহ করলে রাজু স্বীকার করে, “মেরে ফেলেছি তাদের।” তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

 

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ বলেন, “অভিযুক্ত রাজু হত্যার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

স্থানীয়দের ভাষায়, রাজুর অনলাইন জুয়ায় আসক্তিই এই ভয়াবহ হত্যার মূল কারণ। মাসখানেক আগে নির্যাতন সইতে না পেরে রাজুর স্ত্রী এক মাসের শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিলেন।