নওগাঁর পোরশা উপজেলার কুশারপাড়া গ্রামের একটি আমবাগানে হাত-পা বাঁধা ও অর্ধনগ্ন অবস্থায় সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সুমাইয়া স্থানীয় কুশারপাড়া মাদরাসার ছাত্রী ও একই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। শিশুটির বাবা জানান, সকালে মক্তব থেকে ফিরে সুমাইয়া বাড়িতে বই রেখে খেলতে বের হয় এবং এরপর থেকে নিখোঁজ ছিল। পরে দুপুর সাড়ে ১১টার দিকে পাশের হিরাডাঙ্গা গ্রামের সেফালী বেগম নামের এক নারী আমবাগানে ঘাস কাটতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান।
ঘটনা জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।