বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঘরে ঘরে লিফলেট বিতরণ করছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়নের গুছন গ্রামসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল. আর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেকসহ আরও অনেকে।লিফলেট বিতরণের সময় অর্ধসহস্রাধিক নারী-পুরুষের হাতে তুলে দেওয়া হয় তারেক রহমানের ৩১ দফার লিফলেট। নেতাকর্মীরা ৩১ দফার মূল বার্তাগুলো ব্যাখ্যা করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, “সাবেক এমপি আলহাজ্ব মোশাররফ হোসেনের নেতৃত্বে বগুড়া-০৪ আসনের প্রতিটি ইউনিয়নে আমরা ধারাবাহিকভাবে ৩১ দফা প্রচারসভায় অংশ নিচ্ছি। মোশারফ ভাই দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দল তাকে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে। তার নির্দেশে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছি।”তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনে দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। এখন আর সেই সুযোগ নেই। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রহর গুনছে। আমরা বিএনপি নেতাকর্মীরা ৩১ দফার লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ এই ৩১ দফা বাস্তবায়ন করবেন।”আলোচনায় বক্তারা দাবি করেন, বিএনপির এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং তা দেশের জনগণের মুক্তি ও অধিকার ফিরে পাওয়ার রূপরেখা।