ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি ও সমমনা দলগুলোর জোটের প্রার্থী হতে যাচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। এ আসনটি তাকে ছেড়ে দেয়ার বিষয়ে বিএনপি’র পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে। জুনায়েদ আল হাবীব এই আসনে আগে থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। আসনটিতে বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ জন প্রার্থী দলের হয়ে লড়তে চাইছেন। তাদের মধ্যে আছেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য শেখ মো. শামীম, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএন তরুণ দে, আশুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সিরাজ, সাবেক ছাত্রদল নেতা আহসান উদ্দিন খান শিপন, ছাত্রদলের সাবেক নেতা ডা. নাজমুল হুদা বিপ্লব, সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। স্থানীয় সূত্র জানায়, আসনটির সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলন ও ইসি’র সিদ্ধান্তের কারণে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আছে। বিএনপি’র অধিকসংখ্যক প্রার্থী থাকায় জটিলতাও তৈরি হয়েছে। ৪ লাখ ১০ হাজার ভোটারের এই আসনে বিএনপি’র প্রার্থীরা বেশিবার বিজয়ী হয়েছেন। ২০০১ সালেও এই আসনটি চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের মুফতি ফজলুল হক আমিনীকে ছেড়ে দিয়েছিল বিএনপি। তিনি ওই নির্বাচনে এমপি হয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী হচ্ছেন জুনায়েদ আল হাবীব
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ১২:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- ৫৪৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ