ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

থানা না বিএনপি অফিস চেনাই মুশকিল!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে শহরের ব্যস্ততম স্টেশন রোড। এই সড়কের কালীবাড়ী মোড়ের সামান্য দূরেই কিশোরগঞ্জ সদর মডেল থানার অবস্থান। তবে ওই থানাটিকে চেনা মুশকিল। দেয়াল, বিদ্যুতের খুঁটি ও গাছের ডালজুড়ে ঝুলে থাকা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ফেস্টুন দেখে বিভ্রান্ত হতে পারেন পথচারীরা। সাইনবোর্ডটি কারও নজরে না পড়লে যে কেউ মনে করতে পারেন, এটি বুঝি বিএনপির কার্যালয়!

 

গতকাল বৃহস্পতিবার সদর মডেল থানা এলাকায় দেখা গেছে এই দৃশ্য। জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলন ছাড়াও নানা উপলক্ষে থানাসহ সারা শহর ছেয়ে যায় প্ল্যাকার্ড-পোস্টারে। সম্মেলনের পরই স্টেডিয়াম কেন্দ্রিক প্ল্যাকার্ড-পোস্টার জেলা নেতাদের উদ্যোগে অপসারণ করা হয়। কিন্তু থানাসহ সারা শহরের নানা জায়গায় এখনও অজস্র প্ল্যাকার্ড-পোস্টার ঝুলছে।

জনপ্রিয় সংবাদ

দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

থানা না বিএনপি অফিস চেনাই মুশকিল!

আপডেট সময় ১২:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জে শহরের ব্যস্ততম স্টেশন রোড। এই সড়কের কালীবাড়ী মোড়ের সামান্য দূরেই কিশোরগঞ্জ সদর মডেল থানার অবস্থান। তবে ওই থানাটিকে চেনা মুশকিল। দেয়াল, বিদ্যুতের খুঁটি ও গাছের ডালজুড়ে ঝুলে থাকা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ফেস্টুন দেখে বিভ্রান্ত হতে পারেন পথচারীরা। সাইনবোর্ডটি কারও নজরে না পড়লে যে কেউ মনে করতে পারেন, এটি বুঝি বিএনপির কার্যালয়!

 

গতকাল বৃহস্পতিবার সদর মডেল থানা এলাকায় দেখা গেছে এই দৃশ্য। জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলন ছাড়াও নানা উপলক্ষে থানাসহ সারা শহর ছেয়ে যায় প্ল্যাকার্ড-পোস্টারে। সম্মেলনের পরই স্টেডিয়াম কেন্দ্রিক প্ল্যাকার্ড-পোস্টার জেলা নেতাদের উদ্যোগে অপসারণ করা হয়। কিন্তু থানাসহ সারা শহরের নানা জায়গায় এখনও অজস্র প্ল্যাকার্ড-পোস্টার ঝুলছে।