সাভার উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের আগেই সমালোচনার মুখে পড়েছেন মাহবুবুর রহমান। আগামী রোববার (১২ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেলেও এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
গত ৭ অক্টোবর সাভারে প্রায় ১৩ মাস দায়িত্ব পালনের পর বিদায়ী ইউএনও আবুবক্কর সরকারকে বদলি করে চট্টগ্রামে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানকে সাভারে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে যোগদানের আগেই আলোচনায় চলে আসেন তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান অতীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ‘বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ’ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবেও পরিচিত ছিলেন সর্বমহলে।
দলীয় ঘনিষ্ঠতা ও প্রভাবের কারণে অতীতে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টিও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে।
তার এই রাজনৈতিক অতীত সামনে আসতেই ফেসবুকে শুরু হয় সমালোচনার ঝড়। অনেক ব্যবহারকারী তার পুরনো সংগঠনভিত্তিক কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার ছবি প্রকাশ করে মন্তব্য করছেন- ‘আমরা একজন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ইউএনও চাই। রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ কাউকে এই পদে বসালে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তাকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত।’
অভিজ্ঞ এক স্থানীয় রাজনীতিক বলেন, ‘বর্তমানে সাভারে কোনো জনপ্রতিনিধি নেই। গত বছরের ৫ আগস্ট থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা-ই এখানে প্রশাসনিক প্রধান। তিনি একই সঙ্গে ইউএনও, উপজেলা প্রশাসক ও সাভার পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এমন গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দিলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা আসতে পারে, সৃষ্টি হতে পারে নতুন সংকট।’
দায়িত্ব গ্রহণের আগেই মাহবুবুর রহমানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক প্রশাসনিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলের দাবি- সাভারের মতো গুরুত্বপূর্ণ ও শিল্পসমৃদ্ধ এলাকায় বিতর্কিত ব্যক্তিকে ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া প্রশাসনের জন্য প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।
এ বিষয়ে নবনিযুক্ত ইউএনও মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ বলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার পদায়ন আমার কর্মপরিধির অন্তর্ভুক্ত নয়। তাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আপাতত ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাভারের অতিরিক্ত দায়িত্বে আছেন।