ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পূজায় মদপান, চার মুসলিম যুবকের করুণ পরিণতি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

পুলিশ জানায়, গত ২ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে শারদীয় দুর্গাপূজার দশমীর দিন শাজাহানপুর থানার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে এবং খোট্টপাড়া ইউনিয়নের বেলতলা এলাকায় কয়েকজন ব্যক্তি একসঙ্গে মদপান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে সবাইকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন, বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া পূর্বপাড়ার মৃত মাহবুবুর রহমান মণ্ডলের ছেলে মিজানুর রহমান মণ্ডল (৫০)। একই এলাকার খোকা সোনারের ছেলে নাছিদুল ইসলাম (২৭), যিনি পেশায় একজন সিএনজি চালক। খোট্টাপাড়া পূর্বপাড়ার সুলতানের ছেলে মানিক মিয়া (২৮), পেশায় ট্রাকচালক। এবং খোট্টাপাড়া পূর্বপাড়ার আবু বক্করের ছেলে আব্দুল্লাহ আল কাফি (৩০), পেশায় সিএনজি চালক।

 

 

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর পর্যায়ক্রমে তারা মৃত্যুবরণ করেন।

 

প্রথমে মারা যান মিজানুর রহমান মণ্ডল, তিনি গত ৭ অক্টোবর বিকেল সোয়া ৫টায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর নাছিদুল ইসলাম মারা যান ৯ অক্টোবর রাত ১০টার দিকে। মানিক মিয়া মারা যান ১০ অক্টোবর বেলা ১২টার দিকে। আর আব্দুল্লাহ আল কাফি মারা যান একইদিন বিকেল ৫ টার দিকে।

 

 

এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ বাদি হয়ে আজ শুক্রবার একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। (অপমৃত্যু মামলা নং–৩৫ (তাং ১০/১০/২০২৫) নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে শাজাহানপুরের খোট্টাপাড়া পূর্বপাড়ার মিন্টু মিয়ার ছেলে রঞ্জু মিয়া (৩০) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষাক্ত মদপান করেছিলেন। ঘটনার উৎস ও সরবরাহকারীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

পূজায় মদপান, চার মুসলিম যুবকের করুণ পরিণতি

আপডেট সময় ১১:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

পুলিশ জানায়, গত ২ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে শারদীয় দুর্গাপূজার দশমীর দিন শাজাহানপুর থানার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে এবং খোট্টপাড়া ইউনিয়নের বেলতলা এলাকায় কয়েকজন ব্যক্তি একসঙ্গে মদপান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে সবাইকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন, বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া পূর্বপাড়ার মৃত মাহবুবুর রহমান মণ্ডলের ছেলে মিজানুর রহমান মণ্ডল (৫০)। একই এলাকার খোকা সোনারের ছেলে নাছিদুল ইসলাম (২৭), যিনি পেশায় একজন সিএনজি চালক। খোট্টাপাড়া পূর্বপাড়ার সুলতানের ছেলে মানিক মিয়া (২৮), পেশায় ট্রাকচালক। এবং খোট্টাপাড়া পূর্বপাড়ার আবু বক্করের ছেলে আব্দুল্লাহ আল কাফি (৩০), পেশায় সিএনজি চালক।

 

 

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর পর্যায়ক্রমে তারা মৃত্যুবরণ করেন।

 

প্রথমে মারা যান মিজানুর রহমান মণ্ডল, তিনি গত ৭ অক্টোবর বিকেল সোয়া ৫টায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর নাছিদুল ইসলাম মারা যান ৯ অক্টোবর রাত ১০টার দিকে। মানিক মিয়া মারা যান ১০ অক্টোবর বেলা ১২টার দিকে। আর আব্দুল্লাহ আল কাফি মারা যান একইদিন বিকেল ৫ টার দিকে।

 

 

এ ঘটনায় শাজাহানপুর থানা পুলিশ বাদি হয়ে আজ শুক্রবার একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। (অপমৃত্যু মামলা নং–৩৫ (তাং ১০/১০/২০২৫) নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে শাজাহানপুরের খোট্টাপাড়া পূর্বপাড়ার মিন্টু মিয়ার ছেলে রঞ্জু মিয়া (৩০) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষাক্ত মদপান করেছিলেন। ঘটনার উৎস ও সরবরাহকারীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।