ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজত্ব শেষ, এবার হিসাব নেবার পালা: সারজিস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

 

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাধারণ মানুষ আর রাজাদের দাসত্ব মেনে চলবে না। সকল অপকর্মের হিসাব দিতে হবে। সাধারণ মানুষের রক্ত চুষে যারা বিত্তবৈভব গড়েছেন, তাদের দিন শেষ।

 

 

 

 

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সুগার মিল মাঠ থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপ নিয়ে লংমার্চের উদ্বোধন করেন সারজিস আলম। লংমার্চ চলাকালে পথসভায় তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুল তলায় এই বার্তা দেন।

 

সারজিস আলম আরো বলেন, সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর জুলুম-নির্যাতন চালিয়ে সুবিধাভোগীরা নিজেদের স্বার্থে ধন-সম্পদ জমিয়েছেন। এনসিপি চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

 

লংমার্চে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। এটি পঞ্চগড় সদর থেকে বিভিন্ন পথ হয়ে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে বাংলাবান্ধা ইউনিয়নে শেষ হয়।

 

দীর্ঘ এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তারা হাতে দুর্নীতিবিরোধী স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। লংমার্চ শেষে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য দেন সারজিস আলম।

জনপ্রিয় সংবাদ

আলোচনা হচ্ছে নির্বাচনের আগে আ. লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে : রনি

রাজত্ব শেষ, এবার হিসাব নেবার পালা: সারজিস

আপডেট সময় ০৯:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

 

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাধারণ মানুষ আর রাজাদের দাসত্ব মেনে চলবে না। সকল অপকর্মের হিসাব দিতে হবে। সাধারণ মানুষের রক্ত চুষে যারা বিত্তবৈভব গড়েছেন, তাদের দিন শেষ।

 

 

 

 

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সুগার মিল মাঠ থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপ নিয়ে লংমার্চের উদ্বোধন করেন সারজিস আলম। লংমার্চ চলাকালে পথসভায় তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুল তলায় এই বার্তা দেন।

 

সারজিস আলম আরো বলেন, সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর জুলুম-নির্যাতন চালিয়ে সুবিধাভোগীরা নিজেদের স্বার্থে ধন-সম্পদ জমিয়েছেন। এনসিপি চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

 

লংমার্চে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। এটি পঞ্চগড় সদর থেকে বিভিন্ন পথ হয়ে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে বাংলাবান্ধা ইউনিয়নে শেষ হয়।

 

দীর্ঘ এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তারা হাতে দুর্নীতিবিরোধী স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। লংমার্চ শেষে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য দেন সারজিস আলম।