ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল সবচেয়ে মজলুম সংগঠন: সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল দেশের সবচেয়ে মজলুম সংগঠন। দুই হাজার শহিদের রক্তের বিনিময়ে আমরা সেই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘শহিদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সাদিক কায়েম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেই বিশ্বজিৎকে শিবির সন্দেহে হত্যা করতে দেখেছি আমরা। আবরার ফাহাদের হত্যার পর থেকে এই শিবির সন্দেহে মারার বৈধতাকে প্রশ্ন করা শুরু হয়। তবে তখনও কেউ শিবির প্রমাণিত হলে সমাজ অনেকটা নিশ্চুপ থাকত। আমাদের সেই চিন্তাচেতনার পরিবর্তন ঘটাতে হবে।’

 

 

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র। কিন্তু আমাদের দেশে গবেষণা খাতে বরাদ্দ খুবই কম, আর যা বরাদ্দ হয়, তা প্রায়ই মেধার ভিত্তিতে নয়, রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে দেওয়া হয়। রাজনীতির নামে এই নোংরামি বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানরাজনীতির হাবে রূপ দিতে হবে।’

 

বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হলো ভালো মানুষ তৈরি করা, জ্ঞাননির্ভর সমাজ গঠন করা। জবি শাখা ইসলামী ছাত্রশিবিরও এই কাজের অংশীদার হবে বলে আমি বিশ্বাস করি।’

 

 

প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ, আর সরকারি দল হিসেবে রানার্স আপ হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফাইনাল বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হন ইতিহাস বিভাগের রুকসানা মিতু।

 

‘জকসু নির্বাচনে এই সংসদ অরাজনৈতিক প্রার্থীদের সমর্থন দিবে’—এই মোশন নিয়ে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নেয়, প্রতিটি দলে তিনজন বিতার্কিক ছিলেন। ট্যাব ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল তিনটি রাউন্ডে অংশ নেয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ সাজিদের বড় বোন ফারজানা হক। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল সবচেয়ে মজলুম সংগঠন: সাদিক কায়েম

আপডেট সময় ০৮:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল দেশের সবচেয়ে মজলুম সংগঠন। দুই হাজার শহিদের রক্তের বিনিময়ে আমরা সেই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘শহিদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সাদিক কায়েম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেই বিশ্বজিৎকে শিবির সন্দেহে হত্যা করতে দেখেছি আমরা। আবরার ফাহাদের হত্যার পর থেকে এই শিবির সন্দেহে মারার বৈধতাকে প্রশ্ন করা শুরু হয়। তবে তখনও কেউ শিবির প্রমাণিত হলে সমাজ অনেকটা নিশ্চুপ থাকত। আমাদের সেই চিন্তাচেতনার পরিবর্তন ঘটাতে হবে।’

 

 

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র। কিন্তু আমাদের দেশে গবেষণা খাতে বরাদ্দ খুবই কম, আর যা বরাদ্দ হয়, তা প্রায়ই মেধার ভিত্তিতে নয়, রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে দেওয়া হয়। রাজনীতির নামে এই নোংরামি বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানরাজনীতির হাবে রূপ দিতে হবে।’

 

বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হলো ভালো মানুষ তৈরি করা, জ্ঞাননির্ভর সমাজ গঠন করা। জবি শাখা ইসলামী ছাত্রশিবিরও এই কাজের অংশীদার হবে বলে আমি বিশ্বাস করি।’

 

 

প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ, আর সরকারি দল হিসেবে রানার্স আপ হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফাইনাল বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হন ইতিহাস বিভাগের রুকসানা মিতু।

 

‘জকসু নির্বাচনে এই সংসদ অরাজনৈতিক প্রার্থীদের সমর্থন দিবে’—এই মোশন নিয়ে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নেয়, প্রতিটি দলে তিনজন বিতার্কিক ছিলেন। ট্যাব ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল তিনটি রাউন্ডে অংশ নেয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ সাজিদের বড় বোন ফারজানা হক। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।