ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা গণহত্যা, পিলখানা ও বিচারিক হত্যার বিচারে রাজপথে মঞ্চ ২৪ কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং বিচারিক হত্যার সঠিক তদন্ত ও দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে আধিপত্যবাদবিরোধী সংগঠন মঞ্চ ২৪

 

 

সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী আজ এক বিবৃতিতে বলেন, ‘পিলখানা, শাপলা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করার কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আগামী প্রজন্মকে রক্তের দায় থেকে মুক্ত করতে পারে— নতুবা জনগণই বিচার করবে।’

 

তিনি আরও জানান, ‘মঞ্চ ২৪ আগামী ১৮ অক্টোবর শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই সনদ স্বাক্ষরের পর দেশের শীর্ষ বুদ্ধিজীবী ও সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।’

 

 

ফাহিম ফারুকী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই তিনটি অধ্যায়ই রক্তে লেখা। এই হত্যাকাণ্ডগুলোর বিচার ছাড়া গণতন্ত্র, ন্যায়বিচার কিংবা রাষ্ট্রীয় পুনর্গঠন— কিছুই টেকসই হবে না। ছাত্র জনতা ও মুক্তচিন্তার মানুষদের সঙ্গে নিয়ে আমরা রাজপথে কর্মসূচি শুরু করবো।’

 

তিনি সকল দেশপ্রেমিক নাগরিক, ‘শিক্ষক, তরুণ ও সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান এই আন্দোলনে অংশ নিতে— ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না, যোগ করেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক।’

জনপ্রিয় সংবাদ

মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

শাপলা গণহত্যা, পিলখানা ও বিচারিক হত্যার বিচারে রাজপথে মঞ্চ ২৪ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৮:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং বিচারিক হত্যার সঠিক তদন্ত ও দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে আধিপত্যবাদবিরোধী সংগঠন মঞ্চ ২৪

 

 

সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী আজ এক বিবৃতিতে বলেন, ‘পিলখানা, শাপলা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করার কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আগামী প্রজন্মকে রক্তের দায় থেকে মুক্ত করতে পারে— নতুবা জনগণই বিচার করবে।’

 

তিনি আরও জানান, ‘মঞ্চ ২৪ আগামী ১৮ অক্টোবর শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই সনদ স্বাক্ষরের পর দেশের শীর্ষ বুদ্ধিজীবী ও সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।’

 

 

ফাহিম ফারুকী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই তিনটি অধ্যায়ই রক্তে লেখা। এই হত্যাকাণ্ডগুলোর বিচার ছাড়া গণতন্ত্র, ন্যায়বিচার কিংবা রাষ্ট্রীয় পুনর্গঠন— কিছুই টেকসই হবে না। ছাত্র জনতা ও মুক্তচিন্তার মানুষদের সঙ্গে নিয়ে আমরা রাজপথে কর্মসূচি শুরু করবো।’

 

তিনি সকল দেশপ্রেমিক নাগরিক, ‘শিক্ষক, তরুণ ও সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান এই আন্দোলনে অংশ নিতে— ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না, যোগ করেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক।’