চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) কলেজের শহীদ মিনার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ফাউন্ডেশনের সম্পাদক মো. আসাদুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘ছাত্রশিবির সবসময়ই ছাত্রদের ম্যান্ডেট নিয়ে কাজ করে আসছে। আমাদের আদর্শ কোরআন ও রাসূল (স.) প্রদর্শিত হাদীসের ওপর প্রতিষ্ঠিত। ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান-এর আলোকে রাজনীতি করা মানেই সমাজ ও রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার প্রয়াস।’
বক্তব্যে ছাত্রদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, “ছাত্রশিবির রগ কেটেছে এমন অভিযোগের আইনগতভাবে আজ পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। যারা প্রমাণ দিতে ব্যর্থ, তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে ‘ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে যারা ইসলামের পথে ছিল, তাদের বিরুদ্ধেই অপপ্রচার হয়েছে। এমনকি নবী করিম (স.) ইসলাম প্রচার শুরু করার পর তাকেও ‘জাদুকর’ ও ‘কবি’ বলা হয়েছিল, অথচ তার আগে সবাই তাকে ‘আল-আমিন’ নামে চিনতো।”
তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়তে হবে। অন্য কোনো আদর্শে গড়ে উঠলে মানুষ পশুর থেকেও খারাপ জীবনযাপন করবে। ছাত্রশিবির নতুন শিক্ষার্থীদের জন্য অভিভাবকের ভূমিকা পালন করতে চায়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মাওলানা কেরামত আলী। তিনি বলেন, “শিক্ষিত, সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিই একটি সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. কামরুল আহসান। এছাড়া অনুষ্ঠানে সাদিকুল ইসলাম, হাফেজ মো. গোলাম রাব্বানীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত ভিশন অনুযায়ী—“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি”—এই আদর্শেই নবীন বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।




















