মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে লাগা ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে নতুন করে ধানমন্ডি ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনেও আগুন লাগে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে ধানমন্ডির ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায়, বেলা ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে, মিরপুর রূপনগরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদামের আগুন নেভাতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। বুধবার বিকেলে ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
‘আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে দীর্ঘ সময় লাগবে। গার্মেন্টসের অংশের আগুন নেভানো হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের মাল্টিপারপাস কেমিক্যালের কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।’
তিনি আরও বলেন, ‘এসব কেমিক্যাল থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, যা মানুষের শ্বাসকষ্টের সমস্যা তৈরি করছে। ঘনবসতির কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে, তাই মাইকিং করে স্থানীয়দের দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।’
নিহতের বিষয়ে জানতে চাইলে কাজী নজমুজ্জামান জানান, ‘গুদামের মূল গেট খুলে ভেতরে প্রবেশ করা হয়েছে। ভেতরে এখনো প্রচুর ধোঁয়া রয়েছে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে, কোনো মৃতদেহ আছে কি না। তবে আপাতত ভেতরে আর কোনো মৃতদেহ নেই বলে আমরা নিশ্চিত হয়েছি।’অবৈধ রাসায়নিকের গুদাম উচ্ছেদে ফায়ার সার্ভিসের অভিযান চলমান বলেও জানান তিনি।




















