ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কঙ্গো থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র শান্তিরক্ষা কনটিনজেন্ট প্রত্যাহার, বৈশ্বিক মিশনে অংশগ্রহণে অনিশ্চয়তা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের একমাত্র কনটিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। ১৮০ সদস্যের এই কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন।

 

মাত্র দুই মাস আগে জাতিসংঘের একমাত্র সর্ব-মহিলা পুলিশ ইউনিট হিসেবে এই দলটি মোতায়েন করা হয়েছিল। জাতিসংঘের নথি অনুযায়ী, কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদানের মিশনে ধাপে ধাপে সদস্যসংখ্যা কমানো হচ্ছে। তবে বাংলাদেশের পুরো কনটিনজেন্ট প্রত্যাহার করা হবে, যেখানে অন্য দেশগুলোর কনটিনজেন্ট আংশিকভাবে হ্রাস পাবে।

 

 

পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি জানান, বাজেট সংকোচনের কারণে বাংলাদেশি এফপিইউ ইউনিটকে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরে আসতে হবে। পুলিশ কর্মকর্তারা হতাশা প্রকাশ করছেন, কারণ বাংলাদেশি ইউনিট সব সময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে।

 

 

জাতিসংঘের মিশনে বাংলাদেশি নারী এফপিইউ ইউনিটের উপস্থিতি ২০০৫ সাল থেকে রয়েছে এবং চলতি বছরের আগস্টে তাদের মেডেল প্যারেডে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, পুরো ইউনিটের প্রত্যাহার বাংলাদেশের কূটনৈতিক প্রভাব ও আলোচনার ঘাটতিকে প্রতিফলিত করছে।

জনপ্রিয় সংবাদ

হাদিকে গুলি করে হত্যা: ৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

কঙ্গো থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র শান্তিরক্ষা কনটিনজেন্ট প্রত্যাহার, বৈশ্বিক মিশনে অংশগ্রহণে অনিশ্চয়তা

আপডেট সময় ১০:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের একমাত্র কনটিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। ১৮০ সদস্যের এই কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন।

 

মাত্র দুই মাস আগে জাতিসংঘের একমাত্র সর্ব-মহিলা পুলিশ ইউনিট হিসেবে এই দলটি মোতায়েন করা হয়েছিল। জাতিসংঘের নথি অনুযায়ী, কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদানের মিশনে ধাপে ধাপে সদস্যসংখ্যা কমানো হচ্ছে। তবে বাংলাদেশের পুরো কনটিনজেন্ট প্রত্যাহার করা হবে, যেখানে অন্য দেশগুলোর কনটিনজেন্ট আংশিকভাবে হ্রাস পাবে।

 

 

পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি জানান, বাজেট সংকোচনের কারণে বাংলাদেশি এফপিইউ ইউনিটকে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরে আসতে হবে। পুলিশ কর্মকর্তারা হতাশা প্রকাশ করছেন, কারণ বাংলাদেশি ইউনিট সব সময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে।

 

 

জাতিসংঘের মিশনে বাংলাদেশি নারী এফপিইউ ইউনিটের উপস্থিতি ২০০৫ সাল থেকে রয়েছে এবং চলতি বছরের আগস্টে তাদের মেডেল প্যারেডে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, পুরো ইউনিটের প্রত্যাহার বাংলাদেশের কূটনৈতিক প্রভাব ও আলোচনার ঘাটতিকে প্রতিফলিত করছে।