রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বেগম খালেদা জিয়া হলে কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি ও এজিএস পদে ভোটে এগিয়ে রয়েছে শিবির। তবে এই হলে জিএস পদে বড় ব্যবধানে পরাজিত হয়েছে শিবির। জিএস পদে জয় পেয়েছে আধিপত্যবিরোধী ঐক্য।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে খালেদা জিয়া হলের ফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়- ভিপি পদে জাহিদ (শিবির) ৪৮৫ ও আবীর (ছাত্রদল) ১৩৭ ভোট পেয়েছেন। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (স্বতন্ত্র) ৩৫২ ও ফাহিম রেজা (শিবির) ২৯৫ ভোট পেয়েছেন। এজিএস পদে সালমান সাব্বির (শিবির) ২৭৮ ও জাহিন এষা (ছাত্রদল) ১৭১ ভোট পেয়েছেন।




















