নন্দীগ্রাম উপজেলা উলামা ত্বলাবা পরিষদের উদ্যোগে বছরব্যাপী ১৩টি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় নন্দীগ্রাম কলেজ জামে মসজিদে সংগঠনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার শেখের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক। এতে প্রায় চার শতাধিক আলেম-ওলামা, ত্বলাবা ও সুধীজন উপস্থিত ছিলেন। ১৩ দফা কর্মসূচির প্রথমটি “ফ্রি বয়স্ক কোরআন শিক্ষা কোর্স” এর শুভ উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন বগুড়া জামিল মাদ্রাসার নায়েবে মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নাজির দা.বা.। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বগুড়া কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস কাজী ফজলুল করিম রাজু দা.বা.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফেজ সুলাইমান, জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মতিউর রহমান, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা কারী সোলাইমান, মুফতি মিজান, মাওলানা আব্দুল মমিন, শাহাদাত মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা তোহা, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা ওমর ফারুক ফুলকলি, মাওলানা ইমন, আবু হুরায়রা, ইমরান, সাইদুল ও মাহমুদ ফোরকান প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে ১৩টি কর্মসূচি নন্দীগ্রামের সর্বস্তরে ছড়িয়ে দিয়ে একটি আদর্শ ইসলামী সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সকল উলামা-ত্বলাবা ও তৌহিদী জনতার সহযোগিতা কামনা করেন তারা।



















