ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ।

 

 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে তাদের জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। এর আগে গ্রেপ্তার দুজনকে দিনাজপুর কোর্টে তোলা হলে বিচারক তাদের জামনি না মঞ্জুর করেন।

 

 

 

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভ্যালারপাড়া গ্রামে সীমান্তের কাছাকাছি পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

 

গ্রেপ্তাররা হলেন— আওয়ামী লীগের বরিশাল উজিরপুর উপজেলা শাখার সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) ও বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন।

 

 

 

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও উজিরপুর মডেল থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়াও মাহমুদুল আজাদ রিপনের বিরুদ্ধেও একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও বরগুনা সদর থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তারা উভয়ই পলাতক ছিলেন।

 

 

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভ্যালারপাড়া গ্রামে সীমান্তের কাছাকাছি পাকা সড়কের একটি কালভার্টের কাছে দুজন ব্যক্তিকে ইজিবাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। এ সময় পুলিশের সোর্স পুলিশকে খবর দিলে বিরামপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

 

 

এ বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন কালবেলাকে বলেন, তারা দুজনই গ্রেপ্তার এড়াতে নিরাপদ রুট মনে করে বিরামপুরের কাটলা সীমান্তের ভ্যালার পাড়ে দেশীয় ও ভারতীয় দালালের মাধ্যমে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের একজনের কাছে ১৭ হাজার ও একজনের কাছে ১৫ হাজার টাকা পাওয়া যায়।

জনপ্রিয় সংবাদ

‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছেড়ে দেব: তারেক

ভারতে পালানোর সময় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ।

 

 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে তাদের জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। এর আগে গ্রেপ্তার দুজনকে দিনাজপুর কোর্টে তোলা হলে বিচারক তাদের জামনি না মঞ্জুর করেন।

 

 

 

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভ্যালারপাড়া গ্রামে সীমান্তের কাছাকাছি পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

 

গ্রেপ্তাররা হলেন— আওয়ামী লীগের বরিশাল উজিরপুর উপজেলা শাখার সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) ও বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন।

 

 

 

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও উজিরপুর মডেল থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়াও মাহমুদুল আজাদ রিপনের বিরুদ্ধেও একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও বরগুনা সদর থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তারা উভয়ই পলাতক ছিলেন।

 

 

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভ্যালারপাড়া গ্রামে সীমান্তের কাছাকাছি পাকা সড়কের একটি কালভার্টের কাছে দুজন ব্যক্তিকে ইজিবাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। এ সময় পুলিশের সোর্স পুলিশকে খবর দিলে বিরামপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

 

 

এ বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন কালবেলাকে বলেন, তারা দুজনই গ্রেপ্তার এড়াতে নিরাপদ রুট মনে করে বিরামপুরের কাটলা সীমান্তের ভ্যালার পাড়ে দেশীয় ও ভারতীয় দালালের মাধ্যমে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের একজনের কাছে ১৭ হাজার ও একজনের কাছে ১৫ হাজার টাকা পাওয়া যায়।