ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তা সংকটের সমাধান ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

অতিবিলম্বে তিস্তা সংকটের সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে মশাল মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিস্তাপাড়ের শিক্ষার্থীরা।

 

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার এলাকা প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়।

 

রংপুর বিভাগের আট জেলার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। তারা মশাল হাতে মিছিলে অংশ নিয়ে তিস্তা পাড়ের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

 

নীলফামারী জেলা কল্যাণের সভাপতি আজিজুল হাকিম আকাশ বলেন, “নভেম্বরের মধ্যে আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন চাই। দাবি না মানা হলে ঢাকাস্থ সব জেলার শিক্ষার্থীরা এক হয়ে কঠোর আন্দোলন শুরু করবে।”

 

রংপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি সোহাগ মণ্ডল বলেন, “আমি সবচেয়ে অবহেলিত বিভাগ রংপুরের সন্তান। আমাদের মঙ্গা এলাকার কথা বলা হয়, কিন্তু আমরা মঙ্গা নই—আমাদের মঙ্গা বানানো হয়েছে। আমরা এ থেকে মুক্তি চাই।”

 

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণের সভাপতি মিলন আহম্মদ বলেন, “আমরা ভেবেছিলাম, এই ইন্টারিম সরকার ভারতীয় আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, কিন্তু তা করেনি। সরকারকে আহ্বান জানাই, দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করুন, নইলে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করবো।”

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

তিস্তা সংকটের সমাধান ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল

আপডেট সময় ১১:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

অতিবিলম্বে তিস্তা সংকটের সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে মশাল মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিস্তাপাড়ের শিক্ষার্থীরা।

 

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার এলাকা প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়।

 

রংপুর বিভাগের আট জেলার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। তারা মশাল হাতে মিছিলে অংশ নিয়ে তিস্তা পাড়ের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

 

নীলফামারী জেলা কল্যাণের সভাপতি আজিজুল হাকিম আকাশ বলেন, “নভেম্বরের মধ্যে আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন চাই। দাবি না মানা হলে ঢাকাস্থ সব জেলার শিক্ষার্থীরা এক হয়ে কঠোর আন্দোলন শুরু করবে।”

 

রংপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি সোহাগ মণ্ডল বলেন, “আমি সবচেয়ে অবহেলিত বিভাগ রংপুরের সন্তান। আমাদের মঙ্গা এলাকার কথা বলা হয়, কিন্তু আমরা মঙ্গা নই—আমাদের মঙ্গা বানানো হয়েছে। আমরা এ থেকে মুক্তি চাই।”

 

কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণের সভাপতি মিলন আহম্মদ বলেন, “আমরা ভেবেছিলাম, এই ইন্টারিম সরকার ভারতীয় আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, কিন্তু তা করেনি। সরকারকে আহ্বান জানাই, দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করুন, নইলে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করবো।”