ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনে উঠতে লাগবে এনআইডি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

রেলের টিকিট কালোবাজারি ঠেকাতে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে একজনের ট্রেনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না।

 

 

ট্রেনে উঠতে হলে যাত্রীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডি রাখতে হবে। শুক্রবার এমন তথ্য দিয়েছে জেলা প্রশাসন।

 

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বরাত দিয়ে জানানো হয়েছে, টিকিট কালোবাজারি রোধে এটি কার্যকর পদক্ষেপ হবে। প্রথম দিকে কিছুটা ভোগান্তি হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর সুফল সবাই পাবেন। একজনের টিকিটে আরেকজন ভ্রমণ বন্ধ করতে পারলে কালোবাজারিও বন্ধ হয়ে যাবে।

 

 

দীর্ঘদিন ধরে সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনের চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইন টিকিট মিলছে না বলে অভিযোগ করেন যাত্রীরা। টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়, যার বড় অংশ কালোবাজারিরা কিনে নেয় বলেও জানা যায়।

 

এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার আকস্মিক সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান জেলা প্রশাসক সারওয়ার আলম। এছাড়াও ১৮ অক্টোবরের পর থেকে নগরীর সড়ক ও ফুটপাতে হকার বসতে পারবেন না বলে জানায় জেলা প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য

ট্রেনে উঠতে লাগবে এনআইডি

আপডেট সময় ১১:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

রেলের টিকিট কালোবাজারি ঠেকাতে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে একজনের ট্রেনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না।

 

 

ট্রেনে উঠতে হলে যাত্রীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডি রাখতে হবে। শুক্রবার এমন তথ্য দিয়েছে জেলা প্রশাসন।

 

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বরাত দিয়ে জানানো হয়েছে, টিকিট কালোবাজারি রোধে এটি কার্যকর পদক্ষেপ হবে। প্রথম দিকে কিছুটা ভোগান্তি হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর সুফল সবাই পাবেন। একজনের টিকিটে আরেকজন ভ্রমণ বন্ধ করতে পারলে কালোবাজারিও বন্ধ হয়ে যাবে।

 

 

দীর্ঘদিন ধরে সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনের চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইন টিকিট মিলছে না বলে অভিযোগ করেন যাত্রীরা। টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়, যার বড় অংশ কালোবাজারিরা কিনে নেয় বলেও জানা যায়।

 

এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার আকস্মিক সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান জেলা প্রশাসক সারওয়ার আলম। এছাড়াও ১৮ অক্টোবরের পর থেকে নগরীর সড়ক ও ফুটপাতে হকার বসতে পারবেন না বলে জানায় জেলা প্রশাসন।