বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন। এই সনদকে তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক “ঐতিহাসিক অর্জন” বলে অভিহিত করেছেন।
তবে জাতীয় নাগরিক পার্টি ও বাম ঘরানার চারটি রাজনৈতিক দল এই আয়োজনে অংশ না নেওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
রাজনৈতিক সমঝোতার এই দলিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও স্বাক্ষর করেন।
অংশ না নেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেন, তিন দফা দাবি বাস্তবায়নে তারা এখনো ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় আছেন। তবে দাবি আদায় না হলে “জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচি” পালনেরও হুঁশিয়ারি দেন তিনি।



















