হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। বিমানবন্দরে প্রথম ফ্লাইট রাত ৯টার পর নিরাপদে অবতরণ করেছে বলেও জানান তিনি।
শনিবার সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, আমি সাংবাদিক ভাইদের এই বিপর্যয় মোকাবিলা করার সময় ধৈর্যের সঙ্গে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের অনেকেরই ফোন আমি অ্যাটেন্ড করতে পারিনি। আল্লাহর অশেষ রহমতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।
তিনি আরও জানান, রাত ৯টা থেকে বিমানবন্দরের কার্যক্রম আমরা শুরু করেছি এবং প্রথম ফ্লাইট ৯টা ৬ মিনিটে অবতরণ করেছে সেইফলি। আপনারা আমাদের সঙ্গে আছেন এই প্রত্যাশা রাখছি। আমরা ইনশাআল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন এবং কীভাবে আমরা আরও তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে উত্তরণ করতে পারি সেই প্রচেষ্টায় আছি।



















