ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই বলেছেন, রাজনীতি হলো পবিত্র জায়গা, সব নীতির সেরা নীতি হলো রাজনীতি। এই রাজনীতিতে গুণ্ডা বদমায়েশের কোনো স্থান হবে না।
আমরা এমন রাষ্ট্র কায়েম করতে চাই, যেখানে সব দল ও মতের মানুষ নিরাপদ। ইসলামী রাষ্ট্র কায়েম হলে সন্ত্রাস হবে না, চুরি থাকবে না, দুর্নীতি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না, ঘরের দরজা খোলা রেখে মানুষ ঘুমাবে। নারীরা রাতে একা হেঁটে গেলেও চোখ তুলে সেদিকে তাকানোর কেউ সাহস পাবে না।
শনিবার (১৮ অক্টোবর) ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে চাঁদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে মুফতি ফয়জুল করীম আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। তিনি আরও বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন এখন গণদাবি। সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন আল্লামা মকবুল হোসাইন, চাঁদপুর-৩ এ সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, দলের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাকসুদুর রহমান প্রমুখ। ডা. বেলাল হোসাইনের সভাপতিত্ব বক্তব্য রাখেন হাফেজ জামিল আহমাদ জাকির, শাহজামাল গাজী সোহাগ, মাওলানা হেলাল আহমাদ ও হাফেজ শাহাদাত হোসাইন।



















