সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে যমুনা নদীর তীরে নির্মিত সোলার পাওয়ার প্লান্ট থেকে ১ কোটি টাকার তামা ও আনুষঙ্গিক মালামাল লুটের অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয় বিএনপি নেতা রফিক সরকারের দুই ভাতিজা পারভেজ হোসেন পার্থ ও পলাশসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৭ অক্টোবর সকালে লুট করা মালামাল বহনের সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে হামলাকারীরা হকিস্টীক ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে মেহেদী হাসান অয়ন ও আব্দুল হাকিমকে আহত করেছে। হামলার পর অভিযুক্তরা মালামাল নিয়ে পালিয়ে যায় এবং নিরাপত্তাকর্মীদের প্রাণহানির হুমকি দেয়।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: পারভেজ হোসেন পার্থ (২৬), পলাশ (২৪), মো. কালাম (২৭), নোমান (২৫), রুহুল আলী (২৮), রুবেল আলী (২৭), খলিল আলী (২৩) ও সাইদুল ইসলাম (২৫)।
অভিযোগকারী মেহেদী হাসান অয়ন জানান, তারা থানায় অভিযোগ দিয়েছেন, কিন্তু এটি এখনও এজাহার হিসেবে অন্তভুক্ত করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. সোহাগ বলেন, “ঘটনাস্থলে একাধিকবার তদন্ত করেছি। অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক সরকার জানান, তিনি একটি মিটিংয়ে ব্যস্ত আছেন, পরে এ বিষয়ে মন্তব্য করবেন।



















