মেহেরপুরে গোসল করতে নেমে নদীতে তলিয়ে মৃত্যু—উদ্ধার হলো দুই যুবকের লাশ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর সুইচগেটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই যুবক—তানভির (২০) ও কৌশিক (২০)-এর মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল। আজ সোমবার (২০ অক্টোবর ) দুপুরে তারা নিখোঁজ হন, এবং প্রায় ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তানভির মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। কৌশিক আমদহ গ্রামের মহিন শেখের ছেলে এবং মেহেরপুর আলেয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে তারা রশিকপুর সুইচগেটে গোসল করতে যান। স্থানীয়রা বিপজ্জনক স্থানে গোসল না করতে নিষেধ করলেও তারা নদীতে নামে। এ সময় কৌশিক স্রোতে ভেসে গেলে তাকে উদ্ধার করতে তানভির ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দু’জনই পানিতে তলিয়ে যায়।
খুলনা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৭টার দিকে তানভির ও সাড়ে ৮টার দিকে কৌশিকের মরদেহ উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সন্ধ্যার পর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দেড় ঘণ্টা পর আমরা দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



















