ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে করিম (৪০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে রাস্তার ধারে ফেলে দিয়ে তার ইজিবাইক ছিনতাই করার ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতের কোনো এক সময় নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের থালতাপাড়া এলাকায়। ইজিবাইকচালক করিম শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার প্রামাণিকের ছেলে। তিনি শেরপুরের জামালপুর টু রানির হাট সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে করিম প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। ঘটনার দিন রাত গভীর হলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।পরদিন বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলার থালতাপাড়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রথমে তার পরিচয় না পাওয়া গেলেও, স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছবিসহ একটি পোস্ট দিলে করিমের পরিবারের স্বজনরা পোস্টটি দেখে তাকে শনাক্ত করেন। বর্তমানে করিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম কুমিরা পণ্ডিতপুকুর ফাঁড়ির এসআই আমিরুল ইসলাম বলেন, “অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ইজিবাইকচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার স্বজনরা হাসপাতালে পৌঁছে তাকে নিজেদের জিম্মায় নিয়েছেন। ইজিবাইকটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

 

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

নন্দীগ্রামে ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আপডেট সময় ০২:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে করিম (৪০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে রাস্তার ধারে ফেলে দিয়ে তার ইজিবাইক ছিনতাই করার ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতের কোনো এক সময় নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের থালতাপাড়া এলাকায়। ইজিবাইকচালক করিম শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার প্রামাণিকের ছেলে। তিনি শেরপুরের জামালপুর টু রানির হাট সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে করিম প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। ঘটনার দিন রাত গভীর হলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।পরদিন বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলার থালতাপাড়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রথমে তার পরিচয় না পাওয়া গেলেও, স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছবিসহ একটি পোস্ট দিলে করিমের পরিবারের স্বজনরা পোস্টটি দেখে তাকে শনাক্ত করেন। বর্তমানে করিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম কুমিরা পণ্ডিতপুকুর ফাঁড়ির এসআই আমিরুল ইসলাম বলেন, “অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ইজিবাইকচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার স্বজনরা হাসপাতালে পৌঁছে তাকে নিজেদের জিম্মায় নিয়েছেন। ইজিবাইকটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”