পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহত ব্যক্তির শরীরে অন্তত চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বেলা ১১টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) ফজলুল হক বলেন, নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, বয়স আনুমানিক ৫০ বছর। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনার পর ন্যাশনাল মেডিকেল এলাকা ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।





















