ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল: আপিল বিভাগের ঐতিহাসিক রায়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

হুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থায় এই রায়কে যুগান্তকারী হিসেবে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামানবিচারপতি ফারাহ মাহবুব

রায়ে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালত আরও জানায়, ভবিষ্যতে রাজনৈতিক ও গণতান্ত্রিক গ্রহণযোগ্যতার ভিত্তিতেই রায় কার্যকর থাকবে।

এর আগে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল: আপিল বিভাগের ঐতিহাসিক রায়

আপডেট সময় ১০:৩০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

হুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থায় এই রায়কে যুগান্তকারী হিসেবে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামানবিচারপতি ফারাহ মাহবুব

রায়ে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালত আরও জানায়, ভবিষ্যতে রাজনৈতিক ও গণতান্ত্রিক গ্রহণযোগ্যতার ভিত্তিতেই রায় কার্যকর থাকবে।

এর আগে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়।