কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’কে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে অবরোধ সৃষ্টি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার উৎখাতের অভিযোগে দলটির পাঁচ শতাধিক সমর্থকের নামে এবং অজ্ঞাত বেশ কয়েকজনের নামে চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।
পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মহাসড়কগুলোর একাধিক স্থানে অবরোধ ও যান চলাচল বন্ধ করে নাশকতা চালান কর্মী-সমর্থকরা।
দ্বিতীয় দফায় ১৬ ও ১৭ নভেম্বর ‘শাটডাউন কর্মসূচি’ ঘোষণা করে আওয়ামী লীগ। সেই কর্মসূচি ঘিরে ভাঙ্গায় সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনী টানা তিন দিন শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে।
এদিকে ১৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৭৭ জন সমর্থকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনের নামে চারটি মামলা করা হয়।
ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একশরও বেশি সমর্থককে আসামি করে এবং অজ্ঞাত আরও অনেকের নাম উল্লেখ করে চারটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



















