ভবিষ্যতে আর কখনো সংগঠনের কোনো কার্যক্রমে জড়াবো না বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পাটগাতী ইউনিয়ন শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ফজর আলী (২৫)।
আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তিনি গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজর আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে পাটগাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করেছি।
ভবিষ্যতে আর কখনো এই সংগঠনের কোনো কার্যক্রমে আমি জড়াবো না। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ না।

























