ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাঝারি এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কম্পনের পর নরসিংদীর একাধিক এলাকা ঘুরে দেখা গেছে, ঝাঁকুনিতে অনেক বাড়ির আসবাবপত্র নষ্ট হয়েছে, বিভিন্ন বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। জেলার পলাশ উপজেলার অন্তত দুটি স্থানে ভূমিকম্পের অভিঘাতে মাটিতে ফাটল সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি ফাটল দেখা গেছে পলাশ পৌর এলাকার দড়িহাওলাপাড়ার বাসস্ট্যান্ডসংলগ্ন পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের কাঁচা রাস্তায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি গবেষক দল প্রতিষ্ঠানটি পরিদর্শন করে মাটির নমুনা সংগ্রহ করেছে পরে বিশ্লেষণের জন্য।
এদিকে, প্রধান ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারের বাইপাইলে আবারও ভূকম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পনটি রেকর্ড করা হয়। এটি নরসিংদীর পলাশ এলাকায় উৎপন্ন একটি মাইনর ভূমিকম্প বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এর আগে গতকাল সকালেই ঢাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।


























