দিনাজপুরের দশমাইল মহাসড়কে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার নারী নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত চারজন হলেন—সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের ইয়াকুবের স্ত্রী মর্জিনা, আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা, আনোয়ার হোসেনের স্ত্রী সুমী আক্তার ও আবদুস সালামের স্ত্রী সাদিয়া। তারা সবাই পরস্পরের জা ছিলেন।
পুলিশ জানায়, নিহতরা কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাস মেলা দেখতে অটোরিকশায় করে যাচ্ছিলেন। নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এলাকায় দিনাজপুরগামী নাসিব পরিবহনের মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনার সময় অটোরিকশাচালক ও এক শিশু গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


























