ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে মৃত্যু হওয়া ছেলের খবর না জানিয়ে হাসপাতালে মা, জানাজা সম্পন্ন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৭১৬ বার পড়া হয়েছে

 

গতকাল শুক্রবার ঢাকায় ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন রাফিউল ইসলাম রাফি (২২)। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাফির বাড়ি শহরের খান্দারে, মিশন হাসপাতালের পাশে। তার বাবা ওসমান গনী, যিনি বগুড়া সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ।

ঘটনায়, রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় মায়ের সঙ্গে বাজার ফেরার পথে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে রাফি ও তার মা গুরুতর আহত হন। তাদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, রাফির মা এখনও গুরুতর মাথা আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ডাক্তার ও পরিবারের সিদ্ধান্তে তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি।

রাফির জানাজা শনিবার বাদ জোহর শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টার দিকে জানাজা সম্পন্ন হয়।

রাফির চাচা রফিকুল ইসলাম বলেন, “আমার ভাতিজা রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। সে বগুড়া ওয়াইএমসিএ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছে।”


 

জনপ্রিয় সংবাদ

প্রস্তুত তারেক রহমানের বাসভবন ও অফিস

ভূমিকম্পে মৃত্যু হওয়া ছেলের খবর না জানিয়ে হাসপাতালে মা, জানাজা সম্পন্ন

আপডেট সময় ০৬:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

 

গতকাল শুক্রবার ঢাকায় ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন রাফিউল ইসলাম রাফি (২২)। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাফির বাড়ি শহরের খান্দারে, মিশন হাসপাতালের পাশে। তার বাবা ওসমান গনী, যিনি বগুড়া সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ।

ঘটনায়, রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় মায়ের সঙ্গে বাজার ফেরার পথে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে রাফি ও তার মা গুরুতর আহত হন। তাদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, রাফির মা এখনও গুরুতর মাথা আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ডাক্তার ও পরিবারের সিদ্ধান্তে তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি।

রাফির জানাজা শনিবার বাদ জোহর শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টার দিকে জানাজা সম্পন্ন হয়।

রাফির চাচা রফিকুল ইসলাম বলেন, “আমার ভাতিজা রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। সে বগুড়া ওয়াইএমসিএ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছে।”