ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বাউল ভক্তদের ওপর হামলা: ধর্ম অবমাননা মামলার জেরে উত্তেজনা, আহত ৩

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

 

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারের মিছিল ও বাউল ভক্ত-অনুরাগীদের পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন।

আহতরা হলেন—শিবালয়ের আব্দুল আলীম (২৫), সিংগাইরের আরিফুল ইসলাম (২৯) ও হরিরামপুরের জহিরুল ইসলাম (৩২)। পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

রোববার সকাল ১০টায় তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে সমাবেশ করে। সেখানে কয়েকজন ইসলামি বক্তা আবুল সরকারের শাস্তি ও বাউলদের ‘ইসলামবিরোধী কার্যক্রম’ বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

সমাবেশ চলাকালে শহীদ মিনার এলাকায় অবস্থান নেওয়া বাউল সমর্থকদের দিকে মিছিলে থাকা কিছু ব্যক্তি হঠাৎ ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলা থেকে বাঁচতে কয়েকজন পুকুরে নেমে পালানোর চেষ্টা করেন। হামলায় তিন বাউলভক্ত আহত হন।

মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান, মিছিলটি শান্তিপূর্ণভাবে প্রবেশ করলেও হঠাৎ কিছু ব্যক্তি বাউলদের ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় গানের আসরে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন। রোববার তার জামিন শুনানি হলেও আদালত জামিন নামঞ্জুর করেন।

জনপ্রিয় সংবাদ

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

মানিকগঞ্জে বাউল ভক্তদের ওপর হামলা: ধর্ম অবমাননা মামলার জেরে উত্তেজনা, আহত ৩

আপডেট সময় ০৫:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

 

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারের মিছিল ও বাউল ভক্ত-অনুরাগীদের পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন।

আহতরা হলেন—শিবালয়ের আব্দুল আলীম (২৫), সিংগাইরের আরিফুল ইসলাম (২৯) ও হরিরামপুরের জহিরুল ইসলাম (৩২)। পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

রোববার সকাল ১০টায় তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে সমাবেশ করে। সেখানে কয়েকজন ইসলামি বক্তা আবুল সরকারের শাস্তি ও বাউলদের ‘ইসলামবিরোধী কার্যক্রম’ বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

সমাবেশ চলাকালে শহীদ মিনার এলাকায় অবস্থান নেওয়া বাউল সমর্থকদের দিকে মিছিলে থাকা কিছু ব্যক্তি হঠাৎ ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলা থেকে বাঁচতে কয়েকজন পুকুরে নেমে পালানোর চেষ্টা করেন। হামলায় তিন বাউলভক্ত আহত হন।

মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান, মিছিলটি শান্তিপূর্ণভাবে প্রবেশ করলেও হঠাৎ কিছু ব্যক্তি বাউলদের ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় গানের আসরে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন। রোববার তার জামিন শুনানি হলেও আদালত জামিন নামঞ্জুর করেন।