ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে বেড়াতে আসা তিন বান্ধবীকে শ্লীলতাহানি, একজনকে ধর্ষণ—চার যুবকের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

 

বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে এসে তিন বান্ধবী শ্লীলতাহানি ও একজন ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের একজন রোববার (২৩ নভেম্বর) মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে।

অভিযোগে বলা হয়, খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসেন। বিকেলে তারা ব্যাগ রেখে গ্রামের ভেতর ঘোরাঘুরিতে বের হন। সন্ধ্যার দিকে নাশুখালী গ্রামের এক নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠলে সেখানে থাকা চার যুবক তাদের পরিচয় জানতে চান। পরিচয় জানার পর যুবকরা কুপ্রস্তাব দিলে তিন বান্ধবী আপত্তি জানান। এ সময় তারা জোরপূর্বক তিনজনকেই শ্লীলতাহানি করে।

একপর্যায়ে একজন তরুণী নিচে নেমে চিৎকার করলে যুবকরা বাকি দুইজনের মুখ চেপে ধরে ভবন থেকে নামিয়ে পাশের একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে একটি ঘরে এক তরুণীকে ধর্ষণ এবং অন্যজনকে শ্লীলতাহানি করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজি চালায় এবং রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করে। উপস্থিত লোকজন টের পেয়ে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায়।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল হক জানান, তিন তরুণীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

মোল্লাহাটে বেড়াতে আসা তিন বান্ধবীকে শ্লীলতাহানি, একজনকে ধর্ষণ—চার যুবকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

 

বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে এসে তিন বান্ধবী শ্লীলতাহানি ও একজন ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের একজন রোববার (২৩ নভেম্বর) মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে।

অভিযোগে বলা হয়, খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসেন। বিকেলে তারা ব্যাগ রেখে গ্রামের ভেতর ঘোরাঘুরিতে বের হন। সন্ধ্যার দিকে নাশুখালী গ্রামের এক নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠলে সেখানে থাকা চার যুবক তাদের পরিচয় জানতে চান। পরিচয় জানার পর যুবকরা কুপ্রস্তাব দিলে তিন বান্ধবী আপত্তি জানান। এ সময় তারা জোরপূর্বক তিনজনকেই শ্লীলতাহানি করে।

একপর্যায়ে একজন তরুণী নিচে নেমে চিৎকার করলে যুবকরা বাকি দুইজনের মুখ চেপে ধরে ভবন থেকে নামিয়ে পাশের একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে একটি ঘরে এক তরুণীকে ধর্ষণ এবং অন্যজনকে শ্লীলতাহানি করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজি চালায় এবং রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করে। উপস্থিত লোকজন টের পেয়ে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায়।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল হক জানান, তিন তরুণীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।