প্রতিটি স্কুলে মেয়েশিশুদের জন্য আলাদা ও নিরাপদ টয়লেট বাধ্যতামূলক করার দাবি তুলেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের টয়লেট না থাকলে সেই স্কুল রেজিস্ট্রেশনের যোগ্যতা রাখে না।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
শারমীন এস মুরশিদ বলেন, “মেয়েদের জন্য আলাদা টয়লেট না থাকায় অনেক শিশু পুরোপুরি শিক্ষার সুযোগ পায় না। এত ছোট একটি অবহেলা তাদের শিক্ষাজীবনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদের সমাজ এতটাই অসংবেদনশীল যে এই সহজ ব্যবস্থাটুকুও নিশ্চিত করতে পারে না।”
তিনি আরও বলেন, “অনেকে ভাবতে পারে কেন আমি টয়লেট নিয়ে এত কথা বলছি। কিন্তু বাস্তবে এটি নারীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি অনেক রাষ্ট্রীয় দপ্তরেও নারীদের জন্য সুষ্ঠু স্যানিটেশন নেই। এতে নারীরা নানান স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, তবুও মুখ বন্ধ করে সহ্য করতে হয়।”
উপদেষ্টা জানান, নারীবান্ধব অবকাঠামো ও স্যানিটেশনের মানোন্নয়নে নীতিগত পরিবর্তন আনার উদ্যোগ তিনি সম্পন্ন করতে চান।
























