ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাউলদের ওপর হামলার বিচার ও আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাবিতে মশাল মিছিল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৭২০ বার পড়া হয়েছে

 

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে।

 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে মিছিলটি টিএসসি থেকে শাহবাগ হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

 

বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশার সঞ্চালনায় ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্য হেমা চাকমা।

 

ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, তারা (সরকার) প্রত্যেকটি মানুষের নিরাপত্তাবোধকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যত রকমের মবতন্ত্র হয়েছে, প্রত্যেকটির ব্যর্থতা মূলত সরকারের। সমাজ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আছে— আমরা জেলায়-জেলায়, পাড়ায়-পাড়ায় সব প্রতিষ্ঠানকে পাহারা দেবার দায়িত্ব নিতে চাই।

 

তিনি বলেন, বাংলাদেশকে কখনও কোনও প্রতিষ্ঠান বা সরকারের হাতে ছেড়ে দেবেন না এবং সবসময় নিজেরা সজাগ থাকবেন। বাংলাদেশকে সবসময় বাংলাদেশের মানুষেরা রক্ষা করেছে। যত আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রজনতা করেছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্য হেমা চাকমা বলেন, সব ধর্মের, সব জাতির, সব গোষ্ঠীর সক্রিয় ও কথা বলার অধিকারটা থাকতে হবে।

 

তিনি বলেন, বাউল যেমন রাস্তায় গান গাইবে, যেমন করে বাদ্যযন্ত্র (ইনস্ট্রুমেন্ট) বাজাবে, ঠিক তেমনই করে বাংলাদেশের প্রতিটি মানুষ— যে ধর্মেরই হোক না কেন, যে জাতিগোষ্ঠীরই হোক না কেন, তাদের কথা বলার, গান গাওয়ার, নাচ করার অধিকারটা তাকে দিতে হবে।

 

 

জনপ্রিয় সংবাদ

মামলা ও গ্রেপ্তার এড়াতে বিএনপিতে যোগদান, পরদিনই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

বাউলদের ওপর হামলার বিচার ও আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাবিতে মশাল মিছিল

আপডেট সময় ১১:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

 

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে।

 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে মিছিলটি টিএসসি থেকে শাহবাগ হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

 

বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশার সঞ্চালনায় ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্য হেমা চাকমা।

 

ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, তারা (সরকার) প্রত্যেকটি মানুষের নিরাপত্তাবোধকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যত রকমের মবতন্ত্র হয়েছে, প্রত্যেকটির ব্যর্থতা মূলত সরকারের। সমাজ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আছে— আমরা জেলায়-জেলায়, পাড়ায়-পাড়ায় সব প্রতিষ্ঠানকে পাহারা দেবার দায়িত্ব নিতে চাই।

 

তিনি বলেন, বাংলাদেশকে কখনও কোনও প্রতিষ্ঠান বা সরকারের হাতে ছেড়ে দেবেন না এবং সবসময় নিজেরা সজাগ থাকবেন। বাংলাদেশকে সবসময় বাংলাদেশের মানুষেরা রক্ষা করেছে। যত আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রজনতা করেছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্য হেমা চাকমা বলেন, সব ধর্মের, সব জাতির, সব গোষ্ঠীর সক্রিয় ও কথা বলার অধিকারটা থাকতে হবে।

 

তিনি বলেন, বাউল যেমন রাস্তায় গান গাইবে, যেমন করে বাদ্যযন্ত্র (ইনস্ট্রুমেন্ট) বাজাবে, ঠিক তেমনই করে বাংলাদেশের প্রতিটি মানুষ— যে ধর্মেরই হোক না কেন, যে জাতিগোষ্ঠীরই হোক না কেন, তাদের কথা বলার, গান গাওয়ার, নাচ করার অধিকারটা তাকে দিতে হবে।