ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনে গলা কেটে পপকর্ন বিক্রেতা খুন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে ব্যবসায়িক বিরোধের জেরে আল আমিন (২৮) নামে এক পপকর্ন বিক্রেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে দিনাজপুরের সেতাবগঞ্জ অতিক্রমের পর ট্রেনের ভেতরেই ঘটে এ নৃশংস খুনের ঘটনা। এতে আহত হয়েছেন একই গ্রামের হকার মিলন।

রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে পৌঁছালে যাত্রীরা দুইজনকে আতঙ্কজনক রক্তাক্ত অবস্থায় নামিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেন। সেখানে আল আমিনকে মৃত ঘোষণা করা হয়। আহত মিলন চিকিৎসাধীন।

নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চড়বথুয়াতুলি গ্রামের মন্টু মিয়ার ছেলে। নিহতের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, নারিকেল ও পপকর্ন বিক্রি নিয়ে আকাশ–সুজন ও কুদরত নামের হকারদের সঙ্গে আল আমিনের আগেই বিরোধ চলছিল। তার জের ধরেই চলন্ত ট্রেনেই প্রতিপক্ষরা ছুরি দিয়ে আক্রমণ করে।

যাত্রীরা ক্ষোভ জানিয়ে বলেন, ট্রেনে নিয়মিত টহল না থাকায় হকারদের দৌরাত্ম্য, মারামারি, চাঁদাবাজি ও সংঘর্ষ বেড়েই চলছে।
যাত্রী রাফিয়া বলেন, “ট্রেনের ভেতর খুন হবে—এটা ভাবতেই পারিনি। রেলওয়ে পুলিশ কোথায় থাকে?”
অন্য যাত্রী রফিকুল বলেন, “প্রতিদিন ঝগড়া দেখি। নিরাপত্তা বলতে কিছুই নেই। চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা—এটা রাষ্ট্রের জন্য লজ্জা।”

পীরগঞ্জ স্টেশনের সহকারী মাস্টার আব্দুল আজিজ নিশ্চিত করে জানান, দুজনকে গুরুতর আহত অবস্থায় যাত্রীরা নামিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, হামলাকারীরা পালিয়ে গেছে। রেলওয়ে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ট্রেনের ভেতর এমন নৃশংস হত্যাকাণ্ডে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি না বাড়ালে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে মনে করছেন যাত্রীরা।

জনপ্রিয় সংবাদ

মামলা ও গ্রেপ্তার এড়াতে বিএনপিতে যোগদান, পরদিনই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

চলন্ত ট্রেনে গলা কেটে পপকর্ন বিক্রেতা খুন

আপডেট সময় ০৮:৫৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে ব্যবসায়িক বিরোধের জেরে আল আমিন (২৮) নামে এক পপকর্ন বিক্রেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে দিনাজপুরের সেতাবগঞ্জ অতিক্রমের পর ট্রেনের ভেতরেই ঘটে এ নৃশংস খুনের ঘটনা। এতে আহত হয়েছেন একই গ্রামের হকার মিলন।

রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে পৌঁছালে যাত্রীরা দুইজনকে আতঙ্কজনক রক্তাক্ত অবস্থায় নামিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেন। সেখানে আল আমিনকে মৃত ঘোষণা করা হয়। আহত মিলন চিকিৎসাধীন।

নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চড়বথুয়াতুলি গ্রামের মন্টু মিয়ার ছেলে। নিহতের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, নারিকেল ও পপকর্ন বিক্রি নিয়ে আকাশ–সুজন ও কুদরত নামের হকারদের সঙ্গে আল আমিনের আগেই বিরোধ চলছিল। তার জের ধরেই চলন্ত ট্রেনেই প্রতিপক্ষরা ছুরি দিয়ে আক্রমণ করে।

যাত্রীরা ক্ষোভ জানিয়ে বলেন, ট্রেনে নিয়মিত টহল না থাকায় হকারদের দৌরাত্ম্য, মারামারি, চাঁদাবাজি ও সংঘর্ষ বেড়েই চলছে।
যাত্রী রাফিয়া বলেন, “ট্রেনের ভেতর খুন হবে—এটা ভাবতেই পারিনি। রেলওয়ে পুলিশ কোথায় থাকে?”
অন্য যাত্রী রফিকুল বলেন, “প্রতিদিন ঝগড়া দেখি। নিরাপত্তা বলতে কিছুই নেই। চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা—এটা রাষ্ট্রের জন্য লজ্জা।”

পীরগঞ্জ স্টেশনের সহকারী মাস্টার আব্দুল আজিজ নিশ্চিত করে জানান, দুজনকে গুরুতর আহত অবস্থায় যাত্রীরা নামিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, হামলাকারীরা পালিয়ে গেছে। রেলওয়ে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ট্রেনের ভেতর এমন নৃশংস হত্যাকাণ্ডে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি না বাড়ালে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে মনে করছেন যাত্রীরা।