ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধামইরহাটে বিয়ের খাবারে বিষক্রিয়া: একজনের মৃত্যু, অসুস্থ ১৭

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

 

নওগাঁর ধামইরহাটে বিয়েবাড়ির খাবার খেয়ে এক ব্যক্তির মৃত্যু এবং ১৭ জনের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকায় আমিরুল ইসলামের মেয়ের বিয়েতে প্রায় ২৫০ অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়েছিল।

খাবার খাওয়ার পরপরই অতিথিদের মধ্যে বমি, পেটব্যথা ও ডায়রিয়া দেখা দেয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে মারা যান মোজাফফর হোসেন (৩৮), তিনি আগ্রাদ্বিগুন এলাকার দলিল উদ্দিনের ছেলে। প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। সোমবার ভোরে তার মৃত্যু হলে বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অসুস্থদের মধ্যে পাঁচজন হলেন—জয়দেব (৩৩), রেহেনা বেগম (৩৬), বাবু (১০), জাহিদুল (৩৮) ও মোজাফফর (২৮)। তারা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. খালিদ সাইফুল্লাহ জানান, মোট ১৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

ধামইরহাটে বিয়ের খাবারে বিষক্রিয়া: একজনের মৃত্যু, অসুস্থ ১৭

আপডেট সময় ১০:২৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

 

নওগাঁর ধামইরহাটে বিয়েবাড়ির খাবার খেয়ে এক ব্যক্তির মৃত্যু এবং ১৭ জনের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকায় আমিরুল ইসলামের মেয়ের বিয়েতে প্রায় ২৫০ অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়েছিল।

খাবার খাওয়ার পরপরই অতিথিদের মধ্যে বমি, পেটব্যথা ও ডায়রিয়া দেখা দেয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে মারা যান মোজাফফর হোসেন (৩৮), তিনি আগ্রাদ্বিগুন এলাকার দলিল উদ্দিনের ছেলে। প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। সোমবার ভোরে তার মৃত্যু হলে বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অসুস্থদের মধ্যে পাঁচজন হলেন—জয়দেব (৩৩), রেহেনা বেগম (৩৬), বাবু (১০), জাহিদুল (৩৮) ও মোজাফফর (২৮)। তারা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. খালিদ সাইফুল্লাহ জানান, মোট ১৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।