ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবুল সরকারকে ইঙ্গিত করে ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ুন’— মন্তব্য সিনিয়র সাংবাদিক মানিক মুনতাসিরের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কড়া সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মানিক মুনতাসির। তিনি বলেছেন, বাউল পরিচয়ে ‘ভণ্ডামী’ বন্ধ করে লালন শাহ, শাহ আবদুল করিমদের সত্যিকারের সাধনার পথ অনুসরণ করা উচিত বর্তমান কিছু বাউলের। পাশাপাশি আবুল সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ বিচারও দাবি করেছেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ুন’ শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে মানিক মুনতাসির লিখেছেন—
বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক লালন শাহ, বাউল শাহ আবদুল করিম, চিশতি বাউল বা ফকির শাহাবুদ্দিন— এদের কেউই কখনো সৃষ্টিকর্তা বা কোনো ধর্মকে কটাক্ষ করে কোনো বক্তব্য দেননি। অথচ আবুল সরকাররা নিজেদের বড় জ্ঞানী ভাবেন; যদি এতই জ্ঞান থাকে, তবে অন্তত লালন বা করিমের মতো দু’টি গানই লিখে দেখানো উচিত। যৌনতা, সস্তা উত্তেজনা আর ধর্মবিদ্বেষ ছড়া ছাড়া তাদের আর কোনো যোগ্যতা নেই— মন্তব্য করেন তিনি।

মানিক মুনতাসির জানান, আগের দিন তিনি আবুল সরকারের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছিলেন, কারণ তাকে তখন ‘আক্রান্ত’ মনে হয়েছিল। তবে তিনি স্পষ্ট করে লিখেছেন— আবুল সরকারের বক্তব্যে কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা রয়েছে; অল্পজ্ঞান নিয়ে প্রকাশ্যে ধর্মীয় ব্যাখ্যা দেওয়া কিংবা তা দিয়ে গান রচনা করা চরম বোকামি ও ভণ্ডামি।

তিনি আরও বলেন, সত্যিকারের সাধক হতে চাইলে লালন শাহ, শাহ আবদুল করিমের জীবন ও দর্শন বোঝা জরুরি। লালন শাহ ছিলেন মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক ও আধ্যাত্মিক সাধক— যিনি সমাজকে বদলেছেন, প্যাঁচ লাগাননি। প্রয়োজনে গৌতম বুদ্ধের জীবন থেকেও শিক্ষা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।


 

জনপ্রিয় সংবাদ

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

আবুল সরকারকে ইঙ্গিত করে ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ুন’— মন্তব্য সিনিয়র সাংবাদিক মানিক মুনতাসিরের

আপডেট সময় ১০:৫১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কড়া সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মানিক মুনতাসির। তিনি বলেছেন, বাউল পরিচয়ে ‘ভণ্ডামী’ বন্ধ করে লালন শাহ, শাহ আবদুল করিমদের সত্যিকারের সাধনার পথ অনুসরণ করা উচিত বর্তমান কিছু বাউলের। পাশাপাশি আবুল সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ বিচারও দাবি করেছেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ুন’ শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে মানিক মুনতাসির লিখেছেন—
বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক লালন শাহ, বাউল শাহ আবদুল করিম, চিশতি বাউল বা ফকির শাহাবুদ্দিন— এদের কেউই কখনো সৃষ্টিকর্তা বা কোনো ধর্মকে কটাক্ষ করে কোনো বক্তব্য দেননি। অথচ আবুল সরকাররা নিজেদের বড় জ্ঞানী ভাবেন; যদি এতই জ্ঞান থাকে, তবে অন্তত লালন বা করিমের মতো দু’টি গানই লিখে দেখানো উচিত। যৌনতা, সস্তা উত্তেজনা আর ধর্মবিদ্বেষ ছড়া ছাড়া তাদের আর কোনো যোগ্যতা নেই— মন্তব্য করেন তিনি।

মানিক মুনতাসির জানান, আগের দিন তিনি আবুল সরকারের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছিলেন, কারণ তাকে তখন ‘আক্রান্ত’ মনে হয়েছিল। তবে তিনি স্পষ্ট করে লিখেছেন— আবুল সরকারের বক্তব্যে কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা রয়েছে; অল্পজ্ঞান নিয়ে প্রকাশ্যে ধর্মীয় ব্যাখ্যা দেওয়া কিংবা তা দিয়ে গান রচনা করা চরম বোকামি ও ভণ্ডামি।

তিনি আরও বলেন, সত্যিকারের সাধক হতে চাইলে লালন শাহ, শাহ আবদুল করিমের জীবন ও দর্শন বোঝা জরুরি। লালন শাহ ছিলেন মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক ও আধ্যাত্মিক সাধক— যিনি সমাজকে বদলেছেন, প্যাঁচ লাগাননি। প্রয়োজনে গৌতম বুদ্ধের জীবন থেকেও শিক্ষা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।