পাবনার সুজানগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় জব্দুলের ছেলে মমিন শেখ (৫) এবং ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হন। তাদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিকে যাওয়া মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে চলছে।
























