আলোচিত কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন এবার আলোচনায় এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে কেন্দ্র করে তার দেওয়া নতুন মন্তব্যে। এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি তার অতীত, আবেগ এবং ছাত্রশিবিরের সঙ্গে থাকা ব্যক্তিগত অভিজ্ঞতা অত্যন্ত খোলাখুলি তুলে ধরেন।
বনি আমিন বলেন,
“আমি কিন্তু ভালো মুসলমান না। আই’ম নট এ গুড মুসলিম। আমাকে মুসলমান হিসেবে কেউ রেফার করলে সে বোকা—কারণ আমি ভালো মুসলমান না।”
সাক্ষাৎকারে তিনি জানান, ঢাবির সূর্যসেন হল থেকে অপরাজেয় বাংলা পর্যন্ত তিনজন ছাত্রশিবির কর্মীকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা তার মনে আজও গভীরভাবে দাগ কেটে আছে। তিনি জানান,
“ওই দৃশ্য আমাকে খুব কষ্ট দিয়েছিল। যাদের জুতার মালা পরিয়ে ঘোরানো হলো—এরাই কিন্তু একদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছায়া দিয়ে রাখবে।”
উপস্থাপক তাকে প্রশ্ন করলে তিনি কি তখন ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন—এর উত্তরে বনি আমিন বলেন,
“না না, ওরা আমাকে তো রেস্টিকেট করে দিয়েছে। দেড় বছর ছিলাম, পরে বলে আমি নাকি ভালো মুসলমান না… কয়েকজনকে নিয়ে সিনেমা করেছিলাম বলে আমাকে বের করে দেয়।”
সবশেষে অতীত স্মৃতির টানে আবেগঘন ভঙ্গিতে বনি আমিন বলেন,
“প্রথম প্রেম তো… প্রথম প্রেম ভুলা যায় না।”




















