ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, পানির সংকটে নিয়ন্ত্রণে দেরি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগলে তা দ্রুত বড় আকার ধারণ করে। আগুন ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে এবং পানির অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে ঘটনার মাত্রাতিরিক্ত যানজটের কারণে ফায়ারের ইউনিটগুলো সময়মতো পৌঁছাতে দেরি হয়। পানির অপ্রতুলতা মোকাবিলার জন্য ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হয় এবং বর্তমানে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পানি সংকটের কারণে আরও ইউনিট পাঠানো হয়েছে এবং কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

বস্তির বাসিন্দারা আগুনের কারণে আতঙ্কিত হয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা টিনের ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, পানির সংকটে নিয়ন্ত্রণে দেরি

আপডেট সময় ০৭:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগলে তা দ্রুত বড় আকার ধারণ করে। আগুন ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে এবং পানির অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে ঘটনার মাত্রাতিরিক্ত যানজটের কারণে ফায়ারের ইউনিটগুলো সময়মতো পৌঁছাতে দেরি হয়। পানির অপ্রতুলতা মোকাবিলার জন্য ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হয় এবং বর্তমানে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পানি সংকটের কারণে আরও ইউনিট পাঠানো হয়েছে এবং কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

বস্তির বাসিন্দারা আগুনের কারণে আতঙ্কিত হয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা টিনের ঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।

এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।