ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে হামলা চালানোর কথা অস্বীকার করল পাকিস্তান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে কোনো হামলা চালায়নি এবং দেশটি যখনই কোনো সামরিক অভিযান পরিচালনা করে, তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

তিনি বলেন, পাকিস্তানের নীতি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আফগান জনগণের বিরুদ্ধে নয়। তিনি সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদের কোর্ট মার্শাল নিয়ে অনুমানভিত্তিক আলোচনা থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান। তিনি এটিকে একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বাস্তবায়ন পর্যায়ে সিদ্ধান্ত হলে তথ্য জানানো হবে।

পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের সমর্থনই প্রধান সমস্যা। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চোরাচালান ও রাজনৈতিক অপরাধের নেটওয়ার্ক ভেঙে ফেলার আহ্বান জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট রাষ্ট্রবিরোধী বর্ণনা ছড়াচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের উদ্বেগ আফগান অন্তর্বর্তী সরকারের প্রতি, আফগান জনগণের প্রতি নয়।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে পাকিস্তানকে নিজ স্বার্থে ঘরোয়া পরিস্থিতি শক্তিশালী করতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।

তিনি বলেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি আফগান প্রশাসনকে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তান তথাকথিত ভালো ও খারাপ তালেবানের মধ্যে কোনো বিভাজন স্বীকার করে না এবং সব সন্ত্রাসীকেই একইভাবে বিবেচনা করে। তিনি জানান, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তান আফগান সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করেছে। এছাড়া আফগানিস্তানে মার্কিন বাহিনী রেখে যাওয়া অস্ত্রই এখন সন্ত্রাসীদের ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তোলেন, আফগান তালেবান সরকার আর কতদিন ‘অন্তর্বর্তী’ থাকবে।

তিনি জানান, ৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ২০৬ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। সব আত্মঘাতী হামলাকারীই আফগান নাগরিক বলে দাবি করেন তিনি।

আইএসপিআর প্রধান আরও জানান, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী মোট ৪,৯১০টি অভিযান পরিচালনা করেছে।

বিএনপি ক্ষমতায় এলে ইমামদের মাসিক ভাতা চালু করা হবে: তারেক রহমান

‘মন্ত্রী-বিচারপতিরা এলে আপনারা কেন পারবেন না’: সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল

 

জনপ্রিয় সংবাদ

মামলা ও গ্রেপ্তার এড়াতে বিএনপিতে যোগদান, পরদিনই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আফগানিস্তানে হামলা চালানোর কথা অস্বীকার করল পাকিস্তান

আপডেট সময় ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে কোনো হামলা চালায়নি এবং দেশটি যখনই কোনো সামরিক অভিযান পরিচালনা করে, তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

তিনি বলেন, পাকিস্তানের নীতি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আফগান জনগণের বিরুদ্ধে নয়। তিনি সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদের কোর্ট মার্শাল নিয়ে অনুমানভিত্তিক আলোচনা থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান। তিনি এটিকে একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বাস্তবায়ন পর্যায়ে সিদ্ধান্ত হলে তথ্য জানানো হবে।

পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের সমর্থনই প্রধান সমস্যা। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চোরাচালান ও রাজনৈতিক অপরাধের নেটওয়ার্ক ভেঙে ফেলার আহ্বান জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট রাষ্ট্রবিরোধী বর্ণনা ছড়াচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের উদ্বেগ আফগান অন্তর্বর্তী সরকারের প্রতি, আফগান জনগণের প্রতি নয়।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে পাকিস্তানকে নিজ স্বার্থে ঘরোয়া পরিস্থিতি শক্তিশালী করতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।

তিনি বলেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি আফগান প্রশাসনকে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তান তথাকথিত ভালো ও খারাপ তালেবানের মধ্যে কোনো বিভাজন স্বীকার করে না এবং সব সন্ত্রাসীকেই একইভাবে বিবেচনা করে। তিনি জানান, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তান আফগান সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করেছে। এছাড়া আফগানিস্তানে মার্কিন বাহিনী রেখে যাওয়া অস্ত্রই এখন সন্ত্রাসীদের ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তোলেন, আফগান তালেবান সরকার আর কতদিন ‘অন্তর্বর্তী’ থাকবে।

তিনি জানান, ৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ২০৬ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। সব আত্মঘাতী হামলাকারীই আফগান নাগরিক বলে দাবি করেন তিনি।

আইএসপিআর প্রধান আরও জানান, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী মোট ৪,৯১০টি অভিযান পরিচালনা করেছে।

বিএনপি ক্ষমতায় এলে ইমামদের মাসিক ভাতা চালু করা হবে: তারেক রহমান

‘মন্ত্রী-বিচারপতিরা এলে আপনারা কেন পারবেন না’: সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল