ভারতের মহারাষ্ট্রের কল্যাণ অঞ্চলে তিন মুসলিম শিক্ষার্থীকে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যদের হাতে অপমানিত হওয়ার একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। নির্জন শ্রেণীকক্ষে তাদের নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা কলেজে হামলা চালিয়ে শিক্ষার্থীদের চাপে ফেলে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করাতে বাধ্য করে।
কাশ্মীর মিডিয়া সার্ভিস ও যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নেটওয়ার্ক টিভি জানায়, হামলার সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো হস্তক্ষেপ করেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, আতঙ্কিত তিন মুসলিম ছাত্রকে ঘিরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়া হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক মাথা নত করানো হয়।
স্থানীয় মুসলিমরা বলেন, বিজেপি-শাসিত রাজ্যে সংখ্যালঘুদের এমন হয়রানি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এবং চরমপন্থিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ব্যর্থ হচ্ছে।
অপমানিত শিক্ষার্থীদের অভিভাবকরা কলেজ প্রশাসনের তীব্র সমালোচনা করে জানিয়েছেন, ছাত্রদের রক্ষার বদলে কর্তৃপক্ষ জনতার চাপে নতি স্বীকার করেছে এবং বরং ভুক্তভোগীদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তারা নিরাপত্তার নিশ্চয়তা এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।























