মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে পরপর পাঁচটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনগুলোর মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক।
আর্থকোয়েক লিস্ট অর্গানাইজেশন সূত্রে জানা যায়, প্রথম ভূমিকম্পটি হয় গতরাত ১২টা ০২ মিনিটে—রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল সিলেট। এরপর রাত ৩টা ২৯ মিনিটে কক্সবাজারে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। মাত্র এক মিনিট পর, ৩টা ৩০ মিনিটে সিলেটে আবারও ৩ দশমিক ৪ মাত্রার কম্পন ঘটে।
আজ ভোর ৬টা ১২ মিনিটে সিলেটে ৩ দশমিক ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। সবশেষ বিকেল ৪টা ১৫ মিনিটে নরসিংদীতে ৩ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়েছে।
এর আগে, ২১ নভেম্বর সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই কম্পনে শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন বলে আবহাওয়া অফিস জানিয়েছে।


























