ফ্রান্সের ডিজন কারাগার থেকে গরাদ কেটে দুই বন্দি পলায়ন করেছে। জেল কর্তৃপক্ষ জানায়, ড্রোনের মাধ্যমে রড কাটার ব্লেড পাঠানো হয়েছিল, যা ব্যবহার করে তারা সেলের লোহার গরাদ কেটে পালিয়ে যায়। পলাতকদের একজন হত্যাচেষ্টা ও অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তাধীন ১৯ বছর বয়সী তরুণ, আর অন্যজন গুরুতর সহিংসতার মামলায় অভিযুক্ত ৩২ বছরের বন্দি।
ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে ডিজন কারাগারের শাস্তি প্রয়োগ উইং থেকে তারা পালায়। কম্বল ব্যবহার করে কাঁটাতারের বেড়া টপকে তারা কারাগার ত্যাগ করে। দু’জনকেই আলাদা সেলে রাখা হয়েছিল এবং বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না— যার ফলে ড্রোনের ব্যবহারের বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।
ফোর্স উভরিয়ের (এফও) ইউনিয়ন জানায়, তারা দীর্ঘদিন ধরেই ডিজন কারাগারের দুর্বল নিরাপত্তা বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু প্রশাসন তা উপেক্ষা করেছে।
ফরাসি বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটির কারাগারগুলোতে বর্তমানে প্রায় ৮৫ হাজার বন্দি রয়েছে, যেখানে সক্ষমতা মাত্র ৬২,৫০৯ জনের।


























