লক্ষ্মীপুরের রামগঞ্জে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দুই মাদ্রাসাছাত্র। মাত্র সাড়ে চার মাসের মধ্যে সম্পূর্ণ পবিত্র কোরআন হিফজ করে তাক লাগিয়েছে তারা। দরবেশপুর ইউনিয়নের মাঝির গাঁও এলাকার মাদ্রাসায়ে দারুল উলূম মাদানিয়ার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদুল্লাহ ও হাফেজ জাহিদ হাসান এই অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।
হাফেজ মোহাম্মদুল্লাহ ৪ মাস ১৫ দিনে এবং হাফেজ জাহিদ হাসান ৪ মাস ২০ দিনে পুরো কোরআন হিফজ শেষ করে মাদ্রাসার সুনাম আরও উজ্জ্বল করেছেন। মোহাম্মদুল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মাওলানা রফিকুল ইসলামের ছেলে, আর জাহিদ হাসান রামগঞ্জের করপাড়া ইউনিয়নের বেল্লাল হোসেনের সন্তান।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জানান, এত কম সময়ে হিফজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন। তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিকতার ফলেই এটি সম্ভব হয়েছে। হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা ইউছুফ মাহমুদি বলেন, দুই শিক্ষার্থীই শুরু থেকেই মনোযোগী ছিল। নিয়মিত অনুশীলন ও আল্লাহর মেহেরবানিতে তারা দ্রুত হিফজ শেষ করতে সক্ষম হয়েছে।
নিজেদের অনুভূতি জানাতে গিয়ে হাফেজ মোহাম্মদুল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ, অল্প সময়ে হিফজ শেষ করতে পেরে খুব আনন্দিত। হুজুরের পরিশ্রম আর আম্মু–আব্বুর দোয়া আমাকে শক্তি দিয়েছে।”
হাফেজ জাহিদ হাসান বলেন, “কোরআনের হাফেজ হওয়া ছিল আমার ছোটবেলার স্বপ্ন। আল্লাহর রহমতে ও হুজুরদের সহযোগিতায় সফল হয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।”




















