রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনে লাগা আগুন দ্রুত পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে, এতে বস্তির অন্তত চারটি বসতঘর পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায়ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে ধোঁয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তারা জানিয়েছে।



















