ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতের কোনো এক সময় ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির ব্যাংকের মোড়স্থ কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

 

তারা জানান, পরিকল্পিতভাবে শুধু কার্যালয়ের ভেতরের অংশে আগুন দেওয়া হয়, যাতে বাইরে থেকে সারা দিন কিছু বোঝা না যায়। সন্ধ্যায় অফিস খুলেই পুড়ে যাওয়া আসবাবপত্র দেখে বিষয়টি তাদের নজরে আসে।

নেতাকর্মীদের ধারণা, কার্যালয়ের পেছন দিক থেকে পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগানো হয়ে থাকতে পারে। বুধবার রাতে একটি মিটিং শেষে সবাই বের হয়ে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন তারা।

 

অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি চেয়ার, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

 

কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন,

“খবর পেয়ে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে ছাই। এটি পরিকল্পিত নাশকতা। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন,

“আমাদের একাধিক কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিকাণ্ড নতুন নয়। আমরা সংঘাত চাই না। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।”

ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শেখ তানভীর বলেন,

“ঘটনাটি খুব গোপনে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে। দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত।”

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান,

“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন

আপডেট সময় ১১:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

 

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতের কোনো এক সময় ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির ব্যাংকের মোড়স্থ কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

 

তারা জানান, পরিকল্পিতভাবে শুধু কার্যালয়ের ভেতরের অংশে আগুন দেওয়া হয়, যাতে বাইরে থেকে সারা দিন কিছু বোঝা না যায়। সন্ধ্যায় অফিস খুলেই পুড়ে যাওয়া আসবাবপত্র দেখে বিষয়টি তাদের নজরে আসে।

নেতাকর্মীদের ধারণা, কার্যালয়ের পেছন দিক থেকে পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগানো হয়ে থাকতে পারে। বুধবার রাতে একটি মিটিং শেষে সবাই বের হয়ে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন তারা।

 

অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি চেয়ার, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

 

কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন,

“খবর পেয়ে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে ছাই। এটি পরিকল্পিত নাশকতা। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন,

“আমাদের একাধিক কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিকাণ্ড নতুন নয়। আমরা সংঘাত চাই না। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।”

ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শেখ তানভীর বলেন,

“ঘটনাটি খুব গোপনে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে। দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত।”

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান,

“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”