ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীর সেনবাগে এসএসসি পরীক্ষাকক্ষে ছাত্রদল নেতার প্রবেশে শিক্ষার্থী–অভিভাবকদের ক্ষোভ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষা চলাকালে এক ছাত্রদল নেতার অনাধিকার প্রবেশ ও কলম–চকলেট বিতরণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দুপুরে বীজবাগ ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হাসান মিরাজ পরীক্ষা চলাকালীন হঠাৎ পরীক্ষাকক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং কলম–চকলেট দেন বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা জানান, বৃত্ত পূরণের সময় বহিরাগতদের প্রবেশ ও কথাবার্তার কারণে তাদের মনোযোগ নষ্ট হয়। শিক্ষকদের বিরুদ্ধে এসব নেতাদের সহযোগিতা করার অভিযোগও তোলেন তারা।

ঘটনায় অভিভাবকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পরীক্ষার সময় বাইরের ব্যক্তি প্রবেশ করলে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং পরীক্ষার্থীদের মানসিকভাবে বিঘ্নিত করে।

অভিযোগ সম্পর্কে নাজমুল হাসান মিরাজ দাবি করেন, তারা পরীক্ষা শেষ হওয়ার পর প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন। তবে জয়নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শুকদেব চক্রবর্তী জানান, তরুণরা সাবেক শিক্ষার্থী পরিচয় দিয়ে প্রবেশ করলেও পরে ফেসবুকে ছাত্রদল পরিচয়ে পোস্ট করেছে—যা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গোপন রাখা হয়েছিল।

প্রধান শিক্ষকের মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, পরীক্ষা চলাকালে অনুমতি ছাড়া পরীক্ষাকক্ষে প্রবেশ বা উপহার দেওয়া সম্পূর্ণ বেআইনি। বিষয়টি যাচাই করে ইউএনওর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগে এসএসসি পরীক্ষাকক্ষে ছাত্রদল নেতার প্রবেশে শিক্ষার্থী–অভিভাবকদের ক্ষোভ

আপডেট সময় ১১:০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষা চলাকালে এক ছাত্রদল নেতার অনাধিকার প্রবেশ ও কলম–চকলেট বিতরণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দুপুরে বীজবাগ ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হাসান মিরাজ পরীক্ষা চলাকালীন হঠাৎ পরীক্ষাকক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং কলম–চকলেট দেন বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা জানান, বৃত্ত পূরণের সময় বহিরাগতদের প্রবেশ ও কথাবার্তার কারণে তাদের মনোযোগ নষ্ট হয়। শিক্ষকদের বিরুদ্ধে এসব নেতাদের সহযোগিতা করার অভিযোগও তোলেন তারা।

ঘটনায় অভিভাবকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পরীক্ষার সময় বাইরের ব্যক্তি প্রবেশ করলে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং পরীক্ষার্থীদের মানসিকভাবে বিঘ্নিত করে।

অভিযোগ সম্পর্কে নাজমুল হাসান মিরাজ দাবি করেন, তারা পরীক্ষা শেষ হওয়ার পর প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন। তবে জয়নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শুকদেব চক্রবর্তী জানান, তরুণরা সাবেক শিক্ষার্থী পরিচয় দিয়ে প্রবেশ করলেও পরে ফেসবুকে ছাত্রদল পরিচয়ে পোস্ট করেছে—যা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গোপন রাখা হয়েছিল।

প্রধান শিক্ষকের মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, পরীক্ষা চলাকালে অনুমতি ছাড়া পরীক্ষাকক্ষে প্রবেশ বা উপহার দেওয়া সম্পূর্ণ বেআইনি। বিষয়টি যাচাই করে ইউএনওর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।