ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জোটের সমর্থন না পেলেও মাঠ ছাড়ছেন না জমিয়ত প্রার্থী মোহাম্মদ আলী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জোটের সমর্থন না মিললে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী এককভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছে তার নির্বাচন পরিচালনা পরিষদ ও সিলেটের স্থানীয় জমিয়তের নেতারা।

 

শনিবার (২৯ নভেম্বর) জৈন্তাপুরের হরিপুর বাজার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট-৪ আসনের জমিয়ত নির্বাচন পরিচালনা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হিলাল আহমদ। এতে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা জানান, জমিয়তের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে সিলেট-৪ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপির সঙ্গে জোটগত সমঝোতা হলে সিলেট-৪ আসনটি তাদের দাবির তালিকায় থাকবে।

 

তারা বলেন, মোহাম্মদ আলী এই আসনের একজন শক্তিশালী প্রার্থী। জোট গঠিত হলে আমরা তার পক্ষে মনোনয়ন চাইব।

 

তবে জোট সমঝোতা না হলে বা জোট হলেও তাকে সমর্থন না দিলে কী হবে, এমন প্রশ্নের উত্তরে নেতারা বলেন, মোহাম্মদ আলী সিলেট-৪ এর মাটি ও মানুষের সঙ্গে পরিচিত নাম। এই আসনের মানুষজন তাকে এমপি হিসেবে দেখতে চায়। জমিয়ত যদি জোটে না যায়, তাহলে তো স্বাভাবিকভাবেই মোহাম্মদ আলী দলীয় প্রতীক খেজুরগাছ নিয়ে নির্বাচন করবেন। আর যদি দল জোটে যায় এবং এই আসনে জোট থেকে তাকে সমর্থন না দেয়া হয়, তবে এই অঞ্চলের জমিয়ত মোহাম্মদ আলীকে নিয়ে স্বতন্ত্র নির্বাচন করবে ইনশাআল্লাহ।

 

এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, ‘সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসাই আমার শক্তি। জোটগত সমন্বয় হলে আমরা তা স্বাগত জানাই, তবে জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হবে না। জোটের সমর্থন না পেলেও পিছিয়ে যাব না, জনগণের খাদেম হতে স্বতন্ত্রভাবেই নির্বাচন করব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের পাথর, নদী ও সীমান্তবর্তী মানুষ নানা সমস্যায় ভুগছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পরিবেশ উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।’

জনপ্রিয় সংবাদ

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্চল্যকর তথ্য

জোটের সমর্থন না পেলেও মাঠ ছাড়ছেন না জমিয়ত প্রার্থী মোহাম্মদ আলী

আপডেট সময় ১০:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জোটের সমর্থন না মিললে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী এককভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছে তার নির্বাচন পরিচালনা পরিষদ ও সিলেটের স্থানীয় জমিয়তের নেতারা।

 

শনিবার (২৯ নভেম্বর) জৈন্তাপুরের হরিপুর বাজার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট-৪ আসনের জমিয়ত নির্বাচন পরিচালনা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হিলাল আহমদ। এতে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা জানান, জমিয়তের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে সিলেট-৪ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপির সঙ্গে জোটগত সমঝোতা হলে সিলেট-৪ আসনটি তাদের দাবির তালিকায় থাকবে।

 

তারা বলেন, মোহাম্মদ আলী এই আসনের একজন শক্তিশালী প্রার্থী। জোট গঠিত হলে আমরা তার পক্ষে মনোনয়ন চাইব।

 

তবে জোট সমঝোতা না হলে বা জোট হলেও তাকে সমর্থন না দিলে কী হবে, এমন প্রশ্নের উত্তরে নেতারা বলেন, মোহাম্মদ আলী সিলেট-৪ এর মাটি ও মানুষের সঙ্গে পরিচিত নাম। এই আসনের মানুষজন তাকে এমপি হিসেবে দেখতে চায়। জমিয়ত যদি জোটে না যায়, তাহলে তো স্বাভাবিকভাবেই মোহাম্মদ আলী দলীয় প্রতীক খেজুরগাছ নিয়ে নির্বাচন করবেন। আর যদি দল জোটে যায় এবং এই আসনে জোট থেকে তাকে সমর্থন না দেয়া হয়, তবে এই অঞ্চলের জমিয়ত মোহাম্মদ আলীকে নিয়ে স্বতন্ত্র নির্বাচন করবে ইনশাআল্লাহ।

 

এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, ‘সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসাই আমার শক্তি। জোটগত সমন্বয় হলে আমরা তা স্বাগত জানাই, তবে জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হবে না। জোটের সমর্থন না পেলেও পিছিয়ে যাব না, জনগণের খাদেম হতে স্বতন্ত্রভাবেই নির্বাচন করব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের পাথর, নদী ও সীমান্তবর্তী মানুষ নানা সমস্যায় ভুগছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পরিবেশ উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।’